দৈনিক ফেনীর সময়

ফেনী আ’লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক করিম সহ ১৭ জন গ্রেফতার

ফেনী আ’লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক করিম সহ ১৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক আবদুল করিমসহ ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন হাজী ইমাম বক্স লেনের বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক আবদুল করিমকে (৬৫) তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগষ্ট আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন করিম। নিজ বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এছাড়া শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ১৬ জন স্থানীয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তারা হলেন- ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন বিপ্লব পাটোয়ারী (৪৫), ফাজিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রউপের ছেলে জসিম উদ্দিন (৩৯), ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মেম্বারের ছেলে মো. ইদ্রিছ মুন্সি (৩৫), ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জিয়াউল হক রিপন (৪৫), মোটবী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আকবরের ছেলে আব্দুল করিম (৫২), পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে খায়েজ আহমদ (৪৫), পৌরসভার ১৩নং ওয়ার্ড মহিপাল আনসার ক্যাম্পের পাশে দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন মাহিম (২৫), ফাজিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম শিবপুর গ্রামের মৃত জান মিয়ার ছেলে আবুল খায়ের (৬৭), লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত শফি উল্যার ছেলে আইয়ুব আহমেদ আনসারী (৫২), ফরহাদনগর ইউনিয়নের মধ্যম ফরহাদ নগর গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে মো. আবুল কালাম (৫০), পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের মৃত কাজী আমানুল্লাহ ছেলে কাজী শরীয়তুল্লাহ জুয়েল (৩৫), পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ আব্দুল মোতালেব শাকিব (৩০), পরশুরাম পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর গুথুমা গ্রামের নুর নবী পাটোয়ারীর ছেলে মাহাদী হাসান (২০), পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মাক্কু মিয়ার ছেলে আবুল কালাম ওরফে কালামিয়া (৪৮), দাগনভূঞা উপজেলার নন্দীরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহপরান (৩৫) ও দাগনভূঞা উপজেলার পাথুয়া গ্রামের আবদুল মালেকের ছেলে ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবদুল কুদ্দুছ (৫৫)।

এই ১৭ জনের মধ্যে আবদুল কুদ্দুছ, ইদ্রিস মুন্সি ও শাহপরান একটি হত্যা ও একটি হত্যাচেষ্টার পৃথক দুটি মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। অপর ১৪ জনকে বিভিন্ন মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত গত ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্রাশফায়ার করে। এতে ওইদিন ঘটনাস্থলে আটজন মারা যায় এবং শতাধিক আহত হয়। পরে আহতদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসব মৃত্যুর ও আহতের ঘটনায় ফেনী মডেল থানায় ৮ হত্যা মামলা ও ৮টি হামলা এবং হত্যাচেষ্টার মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!