শহর প্রতিনিধি :
ফেনী ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘পাওয়ার প্ল্যান্ট ম্যানেজমেন্ট ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে শুক্রবার সকাল ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়। ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. জামালউদ্দীন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জামালউদ্দীন আহমদ বলেন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে চাহিদাবহুল বিভাগ। বর্তমানে এই বিভাগের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের ইইই বিভাগে ক্যারিয়ার গঠন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, আবিষ্কারের নেশায় মত্ত হওয়ার বিষয় হলো এই ইইই। বিদ্যুৎ, গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, কম্পিউটার ফার্মসহ নানা ক্ষেত্রেই দক্ষ তড়িৎ প্রকৌশলীর কদর রয়েছে। শুধু তাই নয়, দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে উচ্চমাত্রার চাহিদা।
শেষে পাওয়ার প্ল্যান্ট ম্যানেজমেন্ট ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং বিদেশে উচ্চ শিক্ষায় ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব এবং সম্ভাবনা উপর বক্তব্য রাখেন যথাক্রমে কিনোট স্পিকার প্রতীক কান্তি রয় এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
শিক্ষার্থী কাজী সানজিদা ইয়াসমিন মুমু, সাব্বির আহমেদ শাওন এবং সামিয়া আখতারের যৌথ সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, রেজিস্ট্রার এ.এস.এম আবুল খায়ের, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ফেনী ইউনিভার্সিটির খন্ডকালীন অধ্যাপক ড. মহীউদ্দিন, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দীন, প্রভাষক সামিউল হক এবং শিক্ষার্থীরা। এছাড়া ইউনিভার্সিটর বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। শেষে ঝাঁকঝমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।