নিজস্ব প্রতিনিধি :
বেসরকারি উদ্যোগে মফস্বল শহরে প্রতিষ্ঠিত ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ক্যাম্পাস সাজানোর প্রস্তুতি চলছে। সমাবর্তন-পরবর্তী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। গতকাল বুধবার ইউনিভার্সিটির কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. এম জামাল উদ্দীন আহমদ। এসময় ট্রেজারার প্রফেসর তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, ডেপুটি রেজিস্ট্রার শাহআলম বকুল, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বুশরাত জাহান বিপাশা, মিডিয়া উপ-কমিটির আহবায়ক ও ল ডিপার্টমেন্টের প্রভাষক ফরহাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি প্রধান অতিথি থাকবেন। অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহের, কনভোকেশন স্পীকার হিসেবে বক্তব্য রাখবেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সত্যপ্রসাদ মজুমদার। সকাল ১০টায় সমাবর্তনের মূল কার্যক্রম শুরু হবে। এরপর দুপুরের খাবার শেষে বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে ‘শিরোনামহীন’ ব্র্যান্ডের পরিবেশনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে অংশ নিতে ১ হাজার ৭শ ৫৪ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী শিক্ষার্থীর পরিমাণ বেশী। শিক্ষা জীবনে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২০ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর-ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হবে। এ উপলক্ষ্যে একটি বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন করা হবে। অনুষ্ঠান সফল করতে ১১টি সাব-কমিটি করা হয়েছে।
প্রথম সমাবর্তন উপলক্ষে ভিডিও বার্তায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, “ফেনী ইউনিভার্সিটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে সুনির্দিষ্ট ভবিষ্যত কর্মপরিকল্পনা। যার অন্যতম একটি হল স্থায়ী ক্যাম্পাস নির্মাণ। আমরা ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করেছি যা দ্রুত গতিতে এগিয়ে চলেছে।”