নিজস্ব প্রতিনিধি :
ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী শেফায়েত উল্লাহ শাহিদকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদনক্রমে ভাইস প্রেসিডেন্ট আব্দুর রইস কাইজার আহত শেফায়েত উল্লাহ শাহিদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। শেফায়েত উল্লাহ গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
চেক প্রদানকালে আরও উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ, ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মোস্তফা কামাল, ডেপুটি রেজিস্ট্রার শাহআলম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও এফইউআরসির সহকারী পরিচালক হাসান আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মো: আবদুল্লাহ আল ইউনুছ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলি আকবর সিয়াম।