fenirshomoy logo black

অনলাইন ডেস্ক :

বিগত ২/৩ দিন কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “ভাড়া বাড়িতে ক্যাম্পাস; ফেনী বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ” শিরোনামে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন যাহা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানোর অংশ মাত্র।


ফেনী ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে ও চলমান থাকবে। ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০.৯৫৫ একর জমি ক্রয় সম্পন্ন করেছে। ভূমি উন্নয়ন, ডিজিটাল সার্ভে এবং মাটি পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং অবকাঠামো নির্মাণ কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। আমরা দেশের সব গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে, দায়িত্বশীল সাংবাদিকতার বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের পূর্বে সঠিক তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!