দৈনিক ফেনীর সময়

ফেনী ইউনিভার্সিটি ব্যাবসা প্রশাসন অনুষদে কর্মশালা

ফেনী ইউনিভার্সিটি ব্যাবসা প্রশাসন অনুষদে কর্মশালা

সময় ডেস্ক :

ফেনী ইউনিভার্সিটির ব্যাবসা প্রশাসন অনুষদে গতকাল সিভি লেখা ও চাকরির বাজারের প্রস্তুতির ওপর দিনব্যাপী কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পিএইচডি গবেষক এম আবদুল্লাহ আল মামুন। বিবিএ ডিপার্টমেন্টের জেষ্ঠ্য প্রভাষক মাহাজাবিন তাবাসসুম সুজানার সঞ্চালনায় The Art of CV Writing & Preparation for Current Job Market শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক তায়বুল হক। বিশেষ অতিথি ছিলেন বিবিএ ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম। সভাপতিত্ব করেন ব্যাবসা প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।

কর্মশালা শুরু করার পূবে প্রধান অতির্থি অধ্যাপক তায়বুল হক বলেন, ‘তোমরা যারা এই কর্মশালায় অংশ নিচ্ছো, তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে এই কর্মশালাটি সম্পন্ন করবে। কেননা এই কর্মশালাটি বর্তমান সময়ের বিচারে খুবই সময়োপযোগী।’

বিশেষ অতিথি সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম বলেন, ‘বর্তমান সময়ে ব্যাবসার জগৎ চায় ডায়নামিক গ্রাজুয়েট। আমরা চেষ্টা করছি তোমাদের প্রতিযোগিতাপূর্ণ ব্যাবসার জগতের উপযোগী করে গড়ে তোলার।’

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘সিভি তৈরির বিভিন্ন ধরণ ও আইডিয়া আছে। একই সিভি সব জায়গায় দেয়া ঠিক নয়। চাকরির ধরণ বুঝে সিভি তৈরি করা উচিত, তাহলে কাক্সিক্ষত চাকরি পেতে সুবিধা হবে।’

এরপর সহকারী অধ্যাপক (ডিআইউ) এম. আবদুল্লাহ আল মামুন সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং কর্মশালা শুরু করেন। দুটো সেশনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রথম সেশন দুপুর ১টা পর্যন্ত চলে। মধ্যাহ্নভোজের বিরতি শেষে দুপুর ২:৩০ টায় দ্বিতীয় সেশন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। পুরো কর্মশালায় সিভি লেখার বিভিন্ন ধরণ, পদ্ধতি, ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে আবদুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। কর্মশালা শেষে সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!