দৈনিক ফেনীর সময়

ফেনী কলেজের শতবর্ষপূর্তি উৎসব ২৪ ও ২৫ ডিসেম্বর

ফেনী কলেজের শতবর্ষপূর্তি উৎসব ২৪ ও ২৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি :

ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ ফেনী সরকারি কলেজের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এক সভায় অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে সভায় সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ছাড়াও প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থীদের অনেকে অংশ নেন।

সভায় চলতি বছরের ২৪ ও ২৫ ডিসেম্বর কলেজের শতবর্ষপূর্তি উৎসব উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। একইসাথে বিভিন্ন কর্মসূচি গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। এজন্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবকে উদযাপন কমিটির আহবায়ক ও ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সদস্য সচিব রেখে ২৪ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। কমিটির যুগ্ম-আহবায়কগণ হলেন কেবিএম জাহাঙ্গীর আলম, বদিউল আলম বেলাল, আয়নুল কবির শামীম, এডভোকেট মেজবাহ উদ্দিন, শুকদেব নাথ তপন, ফারুক হাজারী, এডভোকেট শাহজাহান সাজু, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, নুরুল আমিন।

এছাড়া ১৬টি উপ-কমিটি গঠন করা হয়। এসব কমিটির অর্থ উপ-কমিটিতে সামছুল করিম মজুমদার আহবায়ক, শাহীন হায়দার সদস্য সচিব, মিডিয়া ও প্রচার উপ-কমিটিতে বখতেয়ার ইসলাম মুন্না আহবায়ক, আরিফুর রহমান সদস্য সচিব, সাংস্কৃতিক উপ-কমিটিতে এডভোকেট রাশেদ মাযহার আহবায়ক, সমরজিৎ দাস টুটুল সদস্য সচিব, আবাসন উপ-কমিটিতে মনোয়ার হোসেন সেন্টু আহবায়ক, নিজাম পাটোয়ারী সদস্য সচিব, উপহার উপ-কমিটিতে বাহার উদ্দিন বাহার আহবায়ক, আব্দুর রহিম রিয়েল সদস্য সচিব, প্রকাশনা উপ-কমিটিতে এ.কে শহীদ উল্যাহ খোন্দকার আহবায়ক, সহকারি অধ্যাপক মোশারফ হোসেন মিলন সদস্য সচিব, রেজিষ্ট্রেশন ও আইটি উপ-কমিটিতে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: দেলওয়ার হোসেন আহবায়ক, ইমন উল হক সদস্য সচিব, অর্ভথ্যনা উপ-কমিটিতে মিজানুর রহমান আহবায়ক, এডভোকেট ফরিদ আহাম্মদ হাজারী সদস্য সচিব, আপ্যায়ন ও খাদ্য উপ-কমিটিতে শুসেন চন্দ্র শীল আহবায়ক, শাহাদাত হোসেন সাকা সদস্য সচিব, সাজসজ্জা ও ইভেন্ট উপ-কমিটিতে দেলোয়ার হোসেন ডালিম আহবায়ক, নুর করিম জাবেদ সদস্য সচিব, স্পন্সর উপ-কমিটেতে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল আহবায়ক, মোহাম্মদ হারুন উর রশিদ সদস্য সচিব, শৃঙ্খলা উপ-কমিটিতে মামুনুর রশিদ মিলন আহবায়ক, ইকবাল হোসেন বাবলু সদস্য সচিব, আসন উপ-কমিটিতে তোফায়েল আহম্মদ তপু আহবায়ক, নোমান হাবিব সদস্য সচিব, র‌্যাফেল ড্র উপ-কমিটিতে পারভেজুল ইসলাম হাজারী আহবায়ক, ইয়াছিন আরাফাত রাজু সদস্য সচিব, ব্যাচ ভিত্তিক উপ-কমিটিতে রফিকুল হক নিপু আহবায়ক, জহিরুল আলম সদস্য সচিব রয়েছেন। সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

সভায় শতবর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার এবং নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতভাবে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি ৪ হাজার টাকা, নিয়মিত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি ১ হাজার টাকা নির্ধারিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!