দৈনিক ফেনীর সময়

ফেনী কলেজে একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ

ফেনী কলেজে একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সরকারি কলেজে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে কলেজ প্রশাসন। যোগদানের কয়েকদিনের মাথায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার সাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

ওই আদেশে উল্লেখ করা হয়, “কলেজের প্রত্যেক বিভাগের বিভাগী প্রধান, শিক্ষক, কর্মকর্তাগণ সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত হতে হবে। দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করে অফিস ত্যাগ করবেন। অধ্যক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ না করতে বাধ্যবাধকতা রয়েছে। সকাল সাড়ে ৯টার মধ্যে বিভাগীয় প্রধানগণ অধ্যক্ষের নিকট স্ব স্ব বিভাগের শিক্ষক-কর্মকর্তার উপস্থিতির প্রতিবেদন জমা দিবেন। কলেজ চলাকালীন/শ্রেণি কার্যক্রম চালু থাকা অবস্থায় শিক্ষক-কর্মকর্তাগণকে কোচিং/প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে হবে।”

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার জানান, কলেজের ১৫টি বিভাগে ৬৮ জন শিক্ষক রয়েছেন। কতিপয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর অননুমোদিত অনুপস্থিতির কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। এসব ব্যাপারে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ কার্যকর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!