শহর প্রতিনিধি :
ফেনী সরকারি কলেজে ছাত্র হল চালু ও মেধার ভিত্তিতে সিট বন্টনের দাবী জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন অর্থনীতি মাস্টার্স দ্বিতীয়বর্ষের আব্দুল্লাহ আল যোবায়ের, শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সানি মজুমদার ও হোসাইন আরিফ, গণিত বিভাগের মুহাইমিন তাজিম ও আব্দুল আজিজ, বিএসসি জামাল উদ্দিন, ইসলামের ইতিহাসের শহীদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের আবিদ হোসেন, রসায়নের সিরাজুল হক ও সাইফুল ইসলাম, বিএসসির মেহেদী হাসান আরাবি ও ইন্টারমিডিয়েটের আরাফাত হোসেন, ছাত্রীদের পক্ষে পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী নাজনীন সুলতানা।
পরে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকারের কাছে স্মারকলিপি প্রদান করে। এসময় শিক্ষার্থীরা বলেন, “ফেনী কলেজের ছাত্র হোস্টেল দীর্ঘসময় ধরে বন্ধ। পূর্বে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অনিয়মের কারনে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কলেজ প্রশাসন আর চালু করতে পারেননি। কলেজের অনেক শিক্ষার্থী দূরে থেকে এসে পড়ালেখা করে থাকে। তাদের নিয়মিত আসা-যাওয়ায় কষ্ট হয়। এতে তাদের খরচও বেশি হয়। আমরা চাই কলেজ ছাত্র হোক দ্রুত চালু হোক এবং মেধার ভিত্তিতে ও যারা দূরত্বে রয়েছে তাদের গুরুত্ব দিয়ে সিট বন্টন করা হোক।”