দৈনিক ফেনীর সময়

ফেনী বড় জামে মসজিদে জেলা প্রশাসক- রমজানের আদর্শ মাথায় রেখে ব্যবসা করুন

ফেনী বড় জামে মসজিদে জেলা প্রশাসক- রমজানের আদর্শ মাথায় রেখে ব্যবসা করুন

নিজস্ব প্রতিনিধি :

ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে বলেছেন, বড় লোক হওয়ার চিন্তা মাথায় না রেখে একজন আদর্শবান ব্যবসায়ী হওয়া অনেক বেশি সম্মানের। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রাতারাতি বড় লোক হওয়ার চাইতে ত্যাগের মানসিকতা মাথায় রেখে আদর্শ ব্যবসা করবেন। ব্যবসায়ী হিসেবে অবশ্যই লাভ করবেন তবে আদর্শ মাথায় রেখে ব্যবসা করবেন। সম্মানের সাথে ব্যবসা করুন। রমজান মাস সংযমের মাস। একটি দেশে যদি একজন সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ পেশাজীবী হই তাহলে সবাই লাভবান হওয়া যায়।

শুক্রবার জুমার নামাজের পূর্বে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মদিন। তিনি সারা জীবন ব্যক্তি স্বার্থে কখনো কিছু করেননি। সবসময় দেশের স্বার্থে কাজ করেছেন। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি জেল-জুলুম খেটেছেন। কখনো ছেলে-মেয়ের জন্য কিছু করেননি। তিনি একটি আদর্শের জন্য সংগ্রাম করে গেছেন। যারা ছেলে-মেয়েদের জন্য অনেক টাকা-পয়সা রেখে যাওয়ার চেষ্টা করেছেন এবং বাড়ি-গাড়ি রেখে গেছেন। তাদের আজ সম্মান বা নাম নেই। কিন্তু যে মানুষটি ছেলে-মেয়ের জন্য কিছু করেননি সেই মানুষটি ছেলে-মেয়েকে পড়াশোনা করে মানুষ করেছেন। দেখেন যে মানুষটি নিজের জন্য ছেলে-মেয়ের জন্য কিছু করেননি সেই মানুষটা আজ বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত। তাঁর সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি সম্মানিত।

জেলা প্রশাসক আরো বলেন, নিজের জন্য কিছু না করে অন্যের জন্য করা একই রকম কথা আজ আমার জন্য এবং ব্যবসায়ীদের জন্যও প্রযোজ্য। আমি যদি জেলা প্রশাসক হিসেবে কোন কাজটি করলে একজন আদর্শ জেলা প্রশাসক হওয়া যায়, সে কাজটি আগে করলে আমার সম্মান বাড়বে। আমরা যদি ব্যবসায়ী হিসেবে আদর্শ ব্যবসায়ী হতে পারি তাহলে আমাদের ছেলে-মেয়ের জন্য চিন্তা করতে হবে না। আমার সম্মান এমনি এমনি চলে আসবে। একজন ব্যবসায়ী যদি আদর্শবান ব্যবসায়ী হয় তাহলে এ এলাকার মানুষ ন্যায্যমূল্যে পণ্য-সামগ্রী ভোগ করতে পারবেন। রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন দেখবেন না। সবসময় সার্বজনীন চিন্তা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!