নিজস্ব প্রতিনিধি :
ফেনী ডিবেট ফোরামের নতুন ক্যাম্পাস এম্বাসাডরদের সংবর্ধনা ও গেট টুগেদার মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের শান্তি কোম্পানি রোডের সিটি গার্লস হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন- সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন। ফেনী ডিবেট ক্লাবের সভাপতি আবু সুফিয়ান নোমানের সভাপতিত্বে এবং কলেজ সম্পাদক মো: ফয়সাল ও নির্বাহী সদস্য সাবরিনা সুবহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডিবিসি প্রতিনিধি আবু তাহের ভূঞা, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম ও ফেনী সিটি গার্লস হাই স্কুলের অধ্যক্ষ এম. মামুনুর রশিদ। এসময় ফেনী ডিবেট ফোরামের সাবেল সভাপতি হোসাইন আরমান ও সাবেক সাধারণ সম্পাদক তাসিন সোবহান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “এখানে যুক্তির চেয়ে ফ্যাসিবাদ বেশি প্রতিষ্ঠিত ছিলো। যেখানে যুক্তিকে অগ্রাহ্য করা হয়েছিল, সেখানে কোন যৌক্তিক দাবি, যৌক্তিক কোটা, সেখানে আমার নিজের বাকস্বাধীনতা রুদ্ধ হয়ে উঠেছিল। তখনি মূলত ঘরে ঘরে এ বিদ্রোহ দেখা দিয়েছে। সেখানে ছাত্র-জনতার ডাকে প্রতিটা মানুষ একটা পর্যায়ে রাস্তায় নেমে এসেছিল। কোটা আন্দোলনের দাবি তুললেও তাদের এ দাবিকে তাচ্ছিল্য করা হয়েছে। যেই যুক্তি দিয়েছে সেই যুক্তি তারা অনুধাবন করতে পারিনি।”
তিনি আরো বলেন, যখনি যারা ক্ষমতাসীন হয় তারাই যুক্তিকে অগ্রাহ্য করে। যারা বিরোধী দলে থাকে তারা কাছাকাছি আসার সুযোগ পায় না। যারা ক্ষমতায় থাকে তারা নিজের মতামতকে প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা একটা ফ্যাসিবাদের যাতাকলে দীর্ঘকাল ছিলাম। এবং আমরা আশা করছি মেধাবীরা যদি এ বিতর্ককে ধারণ করে, পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারে তাহলে আমরা মনে করি তাদের এ যৌক্তিক সমাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব।”