দৈনিক ফেনীর সময়

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলার সোনাপুর ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টা থেকে প্রায় সাড়ে ৫ ঘন্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৭টি মেশিন সহ আনুষাঙিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, সরকারিভাবে ইজারা না থাকা সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছাগলনাইয়ার শুভপুর ও মিরসরাই উপজেলার অলিনগর এলাকা থেকে দিনে ও রাতের বেলা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি অসাধুচক্র। মাঝেমধ্যে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে শুভপুর ও অলিনগর,করেরহাট এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। এ ছাড়াও বিলীন হতে বসেছে রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মেশিনগুলোর মধ্যে ৩৩টি উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়। যার আনুমানিক মূল্য ২৯লাখ ৭০ হাজার টাকা এবং বাকী ৪টি মেশিন ও আনুষাঙিক সরাঞ্জামাদি টাস্কফোর্স দল কর্তৃক ঘটনাস্থলে ধ্বংস করা হয়। অভিযানে বাঁধা প্রদান করার অভিযোগে করেরহাট এলাকার মোঃ ছুট্রু মিয়ার ছেলে মো: শাহাদাত হোসেন (৩৫) কে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ফেনী ৪ বিজিবির পরিচালক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!