বিশেষ প্রতিনিধি :
সোনাগাজীর দক্ষিণে চরাঞ্চলে গড়ে ওঠছে ফেনী শিল্পাঞ্চল। এ লক্ষে ফেনী নদীর উপর ৪ লেনের ২টি সেতু সহ সংযোগ সড়ক নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। ফেনী নদীর উপর সোনাগাজী ও মীরসরাই সংযোগ সেতু নির্মাণের পাশাপাশি সোনাগাজীর দক্ষিণে চরাঞ্চলে ‘ফেনী শিল্পাঞ্চল’ প্রতিষ্ঠিত হলে পাল্টে যাবে চরাঞ্চলের দৃশ্যপট, কর্মসং¯’ান হবে অন্তত ২০লাখ লোকের।
বেজা কতৃপক্ষ, এলজিইডি অফিস ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ বেজা’ এর চাহিদার প্রেক্ষিতে এসডিজি সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে মূখ্য সমম্বয়ক এসডিজি প্রধানমন্ত্রীর কার্যালয় ২০১৮ সালের ২৭ মার্চ এলজিআরডি মন্ত্রনালয়ের আওতাধীন এলজিইডি কে ফেনী নদীর উপর ৪- লেন ৬৪০মিটার ও ২৩০ মিটার দৈর্ঘ্যরে ২টি সেতু সহ সংযোগ সড়ক নির্মাণের নির্দেশনা প্রদান করে। প্রস্তাবিত ব্রীজ লোকশেন নির্ধারণের লক্ষে বুয়েট এর বিশেষজ্ঞ টিম কতৃক প্রস্তুতকৃত স্টাডিস রিপোর্ট ও টিমের সুপারিশ অনুযায়ী বেজা এর চাহিদা মোতাবেক প্রাথমিকভাবে এলাইনমেন্ট ২টি ব্রীজের দৈর্ঘ্য ও লোকেশন ইত্যাদি নির্ধারন করা হয়।
সোনাগাজীর চরাঞ্চলের স্থানীয় অধিবাসীরা জানান, ফেনী রেগুলেটর এর ভাটিতে ‘বাঁকা নদী সোজা করণ প্রকল্প’ পাইলট চ্যানেল স্কীম সফল বাস্তবায়নের ফলে ফেনী নদীর গতিপথ পরিবর্তন হয়ে সোজা সন্দ্বীপ চ্যানেলে মিশে যায়। ফলে ফেনী নদীর দুই পাশে সোনাগাজী ও মীরসরাই অংশে হাজার হাজার একর জমি নিয়ে বিশাল চরাঞ্চল জেগে ওঠে। উক্ত চরাঞ্চলে সরকার শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চরাঞ্চলের থাক খোয়াজের লামছি, চর খোন্দকার, দক্ষিণ চর খোন্দকার, বাহির চর, চর এলেন ও চর রাম নারায়ন মৌজায় পূর্ণাঙ্গ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রয়োজনীয় ৯৫৪৯.৫৬ একর জমি অধিগ্রহন ও বন্দোবস্তের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫৭৬৭.৬৭ একর ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বাকী জমি অধিগ্রহণের কাজ চলমান। যা দ্রুত শেষ হবে মর্মে বেজা সূত্রে জানা যায় । মাষ্টার প্ল্যান অনুযায়ী ও অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠবে মিনি নৌ-বন্দর, সৌর বিদ্যুৎ কেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্প, অটো মোবাইলসহ ভারী শিল্প কারখানা এবং শ্রমিক কর্মচারীদের জন্য তাদের আবাসন, হাসপাতাল, স্কুল, কলেজ, বিদ্যুৎ উৎপাদন, শপিং কমপ্লেক্স ও অন্যান্য সুযোগ-সুবিধার পরিকল্পনা রয়েছে। জেগে উঠা চর দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর পরিনত হতে চলেছে কর্মমূখর এক জনপদ।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট মোকাবেলা, তাদের আবাসন ব্যব¯’া গড়ে তোলা, শ্রমিক কর্মচারীসহ সোনাগাজী এলাকার জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধা স্থাপনের জন্য অর্থনৈতিক অঞ্চলগুলিতে শিল্প-কারখানায় যাতায়াত ব্যবস্থা সহজীকরণ এর লক্ষে এলজিআরডি মন্ত্রণালয়ের আওতাধীন এলজিইডিকে ফেনী নদীর উপর ৪-লেনের সেতুসহ সংযোগ সড়ক নির্মাণের নির্দেশনা প্রদান করেন।
উক্ত ফেনী নদীর উপর সেতু নির্মাণ ও সংযোগ সড়ক নির্মাণের লক্ষে গতকাল বুধবার সকালে বেজা ও এলজিইডি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল চরাঞ্চলে এসে সরেজমিনে পরিদর্শন করেন। উক্ত পরিদর্শন টিমে ছিলেন এনডিই- ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম, এলজিইডি সদর দপ্তরের বেজা’র প্রজেক্ট ইঞ্জিনিয়ার শফিউল আলম বাদশা, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক, সোনাগাজী উপজেলা প্রকৌশলী মনির হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দীন খোকন, স্থানীয় জামায়াত নেতা আবুল হাশেম ও মোহাম্মদ আলী ফরহাদ, সোনাগাজী উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কাননগো জামাল হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হুদা ও রবিউল আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।