শহর প্রতিনিধি :
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগে দুই গ্রæপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পদ হারিয়েছে ৬ নেতা। জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংগঠনের শৃঙ্খলা, নীতি-আদর্শ কার্যকলাপে জড়িত থাকায় তাদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- সহ-সভাপতি আনোয়ারুল আজিম আরাফাত, সহ-সভাপতি নিলয় মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আল মাহমুদ রুতাপ, সাংগঠনিক সম্পাদক তারেক মনোয়ার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার চৌধুরী প্রিয়ম, দপ্তর সম্পাদক মো: দ্বীন মোহাম্মদ।
এর আগে গত ৫ মার্চ রবিবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে ডেকে নিয়ে খুব দ্রæতসময়ের মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
প্রসঙ্গত; ১ মার্চ বুধবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপন মিশু সহ ৯ জন আহত হয়। এ ঘটনায় ইনস্টিটিউট প্রশাসন ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।