নিজস্ব প্রতিনিধি :
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার তদন্তে গঠিত কমিটির সময়সীমা পার হলেও প্রতিবেদন জমা হয়নি। ২০ মার্চ দ্বিতীয়বারের মতো কমিটি গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তদন্ত কার্যক্রম স্থবির হয়ে আছে। কবে নাগাদ প্রতিবেদন জমা হবে সে বিষয়েও নিশ্চিত কিছু বলতে পারছেনা তদন্ত কমিটির আহবায়ক পাওয়ার ডিপার্টমেন্টের চীফ ইনস্ট্রাক্টর ও এআইডিটি বিভাগের বিভাগীয় প্রধান ইখলাস উদ্দিন।
গত ২ মার্চ ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইনস্ট্রাক্টর জয়নাল আবদীনকে কমিটির প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ইনস্টিটিউট প্রশাসন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। জয়নাল আবদীন হৃদরোগে আক্রান্ত হলে ওই কমিটি বাতিল করে ইখলাস উদ্দিনকে আহবায়ক করে পুনর্গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সদস্য সচিব ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা রফিক আহমদ, সাহাব উদ্দিন ছাত্রাবাসের সুপার ও মেকানিক্যাল বিভাগের চীফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আক্তারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও শাহীন ছাত্রাবাসের সুপার জিএম তাজ উদ্দিন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
কমিটির প্রধান ইখলাস উদ্দিন জানান, তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছে। ঘটনার দিনের সিসি ক্যামেরা পর্যবেক্ষন, একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় থাকায় কমিটির প্রতিবেদন জমা দিতে বিলম্ব হচ্ছে। দ্রুতসময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবেন বলে তার আশা।
ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসা জানান, তদন্ত কমিটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তিনি খোঁজ নিবেন।
প্রসঙ্গত; গত ১ মার্চ বুধবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউট শাখা সভাপতি মিশু সহ ৯ জন আহত হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৬ নেতাকে ছাত্রলীগের পদ থেকে বহিস্কার করা হয়।