দৈনিক ফেনীর সময়

ফেনী পাইলট হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

ফেনী পাইলট হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, সারাদেশের মধ্যে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের যে সুনাম ও ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে হবে। এ স্কুলের ৪ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভিসি ছিলো। এছাড়া মন্ত্রী-এমপি সহ সমাজের বড় বড় পদে স্থান করে নিয়েছে এ স্কুলের শিক্ষার্থীরা। ফেনীর অভিভাবকদের সবসময় প্রথম পছন্দ এ স্কুল। সেজন্য অনেকে নানাভাবে ভর্তির জন্য আমাদের কাছে ধর্ণা দেয়। কিন্তু নিয়মের বাহিরে ভর্তির কনো সুযোগ নেই। এ বিদ্যালয়ের পড়ালেখার মান ধরে রাখতে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, ভালো পড়াশোনা করার কারনে আজ আমি ডিসি হতে পেরেছি। আরেকজন অতিরিক্ত জেলা প্রশাসক হতে পেরেছেন। ভালো পড়াশোনা করার কারনে তোমাদের ম্যাডাম প্রধান শিক্ষক হতে পেরেছেন। তোমাদের লক্ষ্য থাকতে হবে নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে বাড়ির কাজ করতে হবে। মেধা বিকাশের পাশাপাশি ভালো ও উন্নতমানের নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে তৈরি হতে হবে।

বুধবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, উন্নয়ন ও আইসিটি) ফাহমিদা হক, জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক বিজয় কুমার ও সহাকারি শিক্ষক আবদুল মুকিত।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ১৬, দেশাত্মবোধক গান ১৬, জাতীয় সংগীত ১৬, উপস্থিত বক্তৃতা ১৬, যেমন খুশি তেমন সাজো ৬, মেধা পুরস্কার ৬০, খেলার ইভেন্ট মোট ১ম ৮৭, ২য় ৮৭, ৩য় ৮৫ জন বিজয়ী, সামাজিক কর্মকান্ডে ৭০ জনকে মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!