আরিফ আজম :
ফেনী শহরের হাসপাতাল মোড় সংলগ্ন স্থানে পানি শোধনাগার নির্মাণ কাজ শেষ হলেও একবছরে চালু হয়নি। এটি এখন উদোগ নিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ। এতে প্রায় ৮ কোটি টাকার এ প্রকল্পের সুফল শিগগির পেতে যাচ্ছেন পৌরসভার বাসিন্দাগণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ জেলা প্রকল্পের আওতায় ২০২০ সালে পানি শোধনাগার-২ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় বিরিঞ্চি এলাকায় পানি শোধনাগার নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ২৫ জুন জনস্বাস্থ্য প্রকৌশল থেকে পৌরসভাকে এটি বুঝিয়ে দেয়া হয়। শুরুর দিকে পরীক্ষামূলকভাবে পানি শোধন হলেও এখন তা বন্ধ রয়েছে। প্রকল্পটি চালু হলে এই শোধনাগার থেকে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার লিটার সুপেয় পানি সরবরাহ সম্ভব।
গতকাল সরেজমিনে দেখা গেছে, পানি শোধনাগারের মূল গেট বন্ধ। প্রকল্পটি দেখাশোনার জন্য জামাল উদ্দিন নামে একজন নিরাপত্তাকর্মী রয়েছেন। ভেতরে কার্যক্রম বন্ধ। সচল না হওয়ায় প্রকল্পের কাঠামো ও পানিতে জমেছে শ্যাওলা।
পৌরসভার পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হিরন মিয়া জানান, পানি শোধনাগারে ৭টি পাম্প রয়েছে। প্রতি ৮ ঘন্টায় এখানে ২৪ লাখ লিটার পানি শোধন করা যাবে। এর মধ্য দিয়ে পৌরসভার নির্ধারিত পানির ২ হাজার ৪শ গ্রাহক সুপেয় পানি পাবে।
তিনি আরো জানান, শোধনাগারটি চালু করতে ২ জন নৈশপ্রহরী, ৫ জন পাম্প চালক, ২ জন মিটারম্যান প্রয়োজন। জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই এটি চালু করতে পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগ রয়েছে।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কোভিডকালীন সময়ে সবপর্যায়ে স্বাভাবিক গতি থমকে যায়। এটি উদ্বোধনের দিনক্ষন নির্ধারণ হলেও প্রক্রিয়াগত কারনে সম্ভব হয়নি। পৌরসভার নাগরিকদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে শোধনাগারটি দ্রুত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।