মো: মহি উদ্দিন, পরশুরাম :
‘সেইফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রতিপাদ্য সামনে রেখে মোটরসাইকেল ব্যবহারকারীগনের নিরাপত্তা সম্পর্কিত বিষয় ও ট্রাফিক আইন সমূহ সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে ক্যাম্পেইন চালায় ফেনী বাইক রাইডার্স। গতকাল শনিবার ফেনী শহরের সদর হাসপাতাল মোড় ও পুরাতন এয়ারপোর্ট রানওয়েতে সচেতনতামুলক এই ক্যাম্পেইনে বেশ কিছু তরুণ অংশ নেন।
ফেনী বাইক রাইডার্সের এডমিন মো: শাহাদাত হোসেন রুবেল জানান, মোটরসাইকেল চালানোর জন্য যে সেপটি গেজেটসগুলো প্রয়োজন এগুলোর ব্যবহার সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না। তাই বাইক রাইডার্সদের সাথে, সেফটি গেজেটস ব্যবহারের উপকারীতা ও প্রয়োজনীতা নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক ও মহাসড়কে ট্রাফিক রুলস/আইন মেনে বাইক চালানোর সঠিক নিয়মগুলোর পরিচিতি ও নিরাপদভাবে বাইক চালানোর জন্য জনসচেতনতা তৈরীতে ফেনী বাইক রাইডার্স এর ৩০০ অফিসিয়াল মেম্বারকে আহবান জানান। বাইকারদের নিরাপত্তার স্বার্থে জনসচেতনতা বাড়াতে,পর্যায়ক্রমে আরো কয়েকটি ক্যাম্পেইন পরিচালনা হবে।