দৈনিক ফেনীর সময়

fenirshomoy logo black
ফেনী লায়ন্স ফ্যামিলির ৪ ক্লাবের নতুন কমিটি

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর জেলা ৩১৫ বি ২ এর অন্যতম শক্তিশালী সংগঠন ফেনী লায়ন্স ফ্যামিলির আওতাধীন ৪ ক্লাব : লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, ফেনী সেন্ট্রাল, ফেনী সিটি, ফেনী অর্কিড এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে শহরের ডাক্তার পাড়াস্থ লায়ন্স ক্লাব অফিসে লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ লায়ন বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।
ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে লায়ন ওমর ফারুক মজুমদার, সেক্রেটারি লায়ন কফিল উদ্দিন আহামেদ চৌধুরী এবং ট্রেজারার লায়ন নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে লায়ন ফারুক আহমদ, সেক্রেটারি লায়ন মহসিন আলী, ট্রেজারার লায়ন দ্বীন মোহাম্মদ নির্বাচিত হয়েছেন।
ফেনী সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি লায়ন কামরুল হাসান লিটন, ট্রেজারার লায়ন আনিসুল হক দিদার নির্বাচিত হয়েছেন।
ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে লায়ন ইসরাত জাহান, সেক্রেটারি লায়ন ডা: তাসমিয়া আক্তার হৃদি, ট্রেজারার লায়ন নাজমা আক্তার নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, জোন চেয়ারপার্সন লায়ন এডভোকেট নূরুল আমিন খান, মুহুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট নূরুল ইসলাম মজুমদার সোহাগ, ভাইস প্রেসিডেন্ট লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, সিটি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যা। এছাড়াও বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন জুয়েল, লায়ন ওয়াসিম, লায়ন জাকির হোসেন, লায়ন লোকমান হোসেন সুমন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!