দৈনিক ফেনীর সময়

ফেনী শহরের নিরাপত্তায় আসছে হাইভোল্টেজ সিসি ক্যামেরা

ফেনী শহরের নিরাপত্তায় আসছে হাইভোল্টেজ সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের ব্যবসা-বাণিজ্য সহ সর্বস্তরে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই স্থাপন করা হবে হাইভোল্টেজ ক্লোজ সার্কিট ক্যামেরা। জনগুরুত্বপূর্ণ ও শহরের প্রবেশ-বাইরের বিভিন্ন স্থান চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় অন্তত দুইশ ক্যামেরা লাগানো হবে। ১ কোটি ৬০ লাখ টাকার এ প্রজেক্ট বাস্তবায়ন করছে গ্লোবাল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর আগে নিজাম উদ্দিন হাজারী এমপির ব্যক্তিগত পক্ষ থেকে শহর এলাকায় ৩শটি ক্যামেরা লাগানো হলেও অনেকগুলো অকার্যকর হয়ে পড়ে। তবে বেশ কিছু অপরাধের ঘটনায় সিসি ফুটেজ দেখেই জড়িতদের শনাক্ত করতে পেরেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে এ সংক্রান্ত বিষয়ে পৌরসভা মিলনায়তনে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পুলিশ সুপার জাকির হাসান ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নাদিয়া ফারজানা, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক, রাবি শপিং কমপ্লেক্সের পরিচালক আনোয়ার হোসেন শাহীন, এফ রহমান এসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক বক্তব্য রাখেন।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের কর্ণধার কেবিএম জাহাঙ্গীর আলম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের পরিচালক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নাছির উদ্দিন মিলন, জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, ফেনীতে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সিসি ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ। এখন সুন্দর পরিবেশ রয়েছে। এ পরিবেশ আগামীতে নাও থাকতে পারে। সবাই যাতে নির্বিঘেœ ব্যবসা-বানিজ্য এমনকি পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে সেটি সুনিশ্চিত করতে চাই।

পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, সিসি ক্যামেরা লাগানো হলে ফেনী শহরকে নিরাপদ রাখতে নিরাপত্তা বলয় তৈরি করতে পারবো। তাহলে সবাই স্বস্তিতে বসবাস করতে পারবো। কেউ অপরাধ ঘটিয়ে পার পেতে পারবেনা। শহরে প্রবেশ-বাহিরের পথে যেকোন ক্যামেরায় ধরা পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!