নিজস্ব প্রতিনিধি :
ফেনী পৌরসভা এলাকায় চলমান রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণ কাজ টেকসই করতে চান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এজন্য তিনি নির্মাণাধীন উন্নয়ন কাজসমূহ পরিদর্শন করছেন। এর অংশ হিসেবে রবিবার বিকালে শহরের ১১ ও ১২নং ওয়ার্ডের মধ্যম চাঁড়িপুর মৌলভী আবদুস সালাম সড়ক এবং পাঠানবাড়ী সড়ক পরিদর্শন করেন।
পৌরসভা সূত্র জানায়, পৌরসভা এলাকায় সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নত করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২২ কোটি টাকা কাজের টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় সবকটি ওয়ার্ডে একযোগে উন্নয়ন কাজ শুরু হয়েছে। চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি ৬২ লাখ টাকা বরাদ্দে ১ হাজার ১শ মিটারের মৌলভী আবদুস সালাম সড়কে নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। গতকাল থেকে কার্পেটিং কাজ শুরু হলে মেয়র স্বপন মিয়াজী কাজের গুনগত মান দেখতে ছুটে যান। সেখানে গিয়ে প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদার ও নির্মাণ কাজে জড়িত শ্রমিকদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরসভা এলাকায় চলমান উন্নয়ন কাজ শেষ হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকসেবায় ব্যাপক পরিবর্তন আসবে। শহরকে সাজাতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেসব বাস্তবায়ন হলে ফেনী শহর আরো উন্নত ও আধুনিক হবে বলে তার মত।