দৈনিক ফেনীর সময়

ফেনী শহরে ১১টি মন্দিরের জন্য পৌরসভার সহায়তা

ফেনী শহরে ১১টি মন্দিরের জন্য পৌরসভার সহায়তা

শহর প্রতিনিধি :

ফেনী শহরের ১১টি মন্দির ও জেলা পূজা উদযাপন পরিষদকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আর্থিক অনুদান দিয়েছে পৌরসভা। শুক্রবার বিকালে জেলা পূজা উদযাপন পরিষদের এক অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী অনুদানের টাকা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, সনাতন ধর্মালম্বীরা যাতে দূর্গোৎসব অনাড়ম্বর আয়োজনে উদযাপন করতে পারেন সেজন্য অতীতের ধারাবাহিকতায় পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মাষ্টারপাড়া গুরুচক্র মন্দিরকে ১৬ হাজার, বাঁশপাড়া সার্বজনীন দূর্গামন্দিরকে ১৬ হাজার, জগন্নাথ বাড়ি মন্দির কমপ্লেক্সকে ১৬ হাজার, বারাহিপুর সার্বজনীন শারদীয় দূর্গোৎসবকে ১৬ হাজার, অকালবোধন সাহা বাড়িকে ১৬ হাজার, সুলতানপুর রক্ষাকালী বাড়ী মন্দিরকে ১৬ হাজার, তুলবাড়িয়া বীনা পানি ক্লাব ও গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রমকে ৩২ হাজার, উত্তর সহদেবপুর রক্ষাকালী মন্দির ও তুলাবাড়িয়া তপোবন আশ্রমকে ২৬ হাজার, দক্ষিণ সহদেবপুর সার্বজনীন কালি মন্দির কমপ্লেক্সকে ১৬ হাজার, জয়কালী মন্দির ও তুলাবাড়ীয়া উদযাপন পরিষদকে ৩২ হাজার, দক্ষিন সহদেবপুর গুরু মন্দিরকে ১৬ হাজার ও জেলা পূজা উদযাপন পরিষদকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। পূজা চলাকালে পৌরসভায় একটি হটনাম্বার চালু করা হয়েছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!