অনলাইন ডেস্ক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় মনোমুগ্ধকর প্রদর্শনী শনিবার রাতে ফেনী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অ্যাক্রোবেটিক দলের শিল্পীদের এই পরিবেশনায় অংশ নিয়ে ঘন্টাব্যাপী দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন। এতে শারীরিক কসরতের বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। প্রদর্শনীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, শিল্পীরাসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।