নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার সন্ধ্যায় বিপুল দর্শক সমাগমে মঞ্চস্থ হলো নাট্যাচার্য ড. সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘স্বর্ণবোয়াল’। জেলায় প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও শহীদ মুনির চৌধুরীকে স্মরণ করে প্রথমবারের মতো মুনির চৌধুরী জাতীয় নাট্যোৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ আয়োজন করেছে।

তারুণ্যের উৎসবে তরুণদের জন্য আন্তর্জাতিক ভাষা দিবসের মাসে অন্যান্য আয়োজনের পাশাপাশি ১৫ দিনব্যাপী নাট্যকর্মশালা শেষে ফেনীর নাট্যকর্মীরা এ নাটকটি মঞ্চস্থ করে। নির্দেশক সায়েম সিরাজ বলেন, ‘স্বর্ণবোয়াল’ মূলত ড. সেলিম আল দীন রচিত বর্ণানাত্মক ধারার একটি নাটক। ১৫ দিন কখনোই এ নাটকটি মঞ্চায়ন সম্ভব নয়। কিন্তু শেকড়ের তাড়নায় তারুণ্যের উদ্যাম ও উম্মাদনায় একদল নাটকপাগল ছেলে-মেয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এ নাটকটি।
জুলাই-আগস্ট বিপ্লবে সকল আত্মদানকারী শহীদদের স্মরণে নাটকটি উৎসর্গ করেছে বলে জানান সায়েম সিরাজ।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমুম, রনি, দোলন, রাহিম, রিসাত, এরফান, প্রিতম, ফরহাদ, জাবেদ, আকসা, ত্বকি, সানি, আসাদ, বিথী, শিলা ও মারুফা। আসাদুজ্জামান আশিক সহকারি নির্দেশক ও প্রণয় সরকার মিউজিক ডিজাইনার ছিলেন। এছাড়া বর্ষা বিশ্বাস কস্টিউম ডিজাইনার, আশিক আলোক নির্দেশনা ও রাকিব সেট নির্মাণের দায়িত্বে ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় জেলা পর্যায়ের নাট্যকর্মী যারা কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই এ আয়োজনের অংশীজন বলে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো: ফয়েজ উল্যাহ।