নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার সন্ধ্যায় বিপুল দর্শক সমাগমে মঞ্চস্থ হলো নাট্যাচার্য ড. সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘স্বর্ণবোয়াল’। জেলায় প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও শহীদ মুনির চৌধুরীকে স্মরণ করে প্রথমবারের মতো মুনির চৌধুরী জাতীয় নাট্যোৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ আয়োজন করেছে।
![](https://fenirshomoy.com/wp-content/uploads/2025/02/fc7bf735-b5c1-4f7e-a94d-be16924396e5.jpeg)
তারুণ্যের উৎসবে তরুণদের জন্য আন্তর্জাতিক ভাষা দিবসের মাসে অন্যান্য আয়োজনের পাশাপাশি ১৫ দিনব্যাপী নাট্যকর্মশালা শেষে ফেনীর নাট্যকর্মীরা এ নাটকটি মঞ্চস্থ করে। নির্দেশক সায়েম সিরাজ বলেন, ‘স্বর্ণবোয়াল’ মূলত ড. সেলিম আল দীন রচিত বর্ণানাত্মক ধারার একটি নাটক। ১৫ দিন কখনোই এ নাটকটি মঞ্চায়ন সম্ভব নয়। কিন্তু শেকড়ের তাড়নায় তারুণ্যের উদ্যাম ও উম্মাদনায় একদল নাটকপাগল ছেলে-মেয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এ নাটকটি।
জুলাই-আগস্ট বিপ্লবে সকল আত্মদানকারী শহীদদের স্মরণে নাটকটি উৎসর্গ করেছে বলে জানান সায়েম সিরাজ।
![](https://fenirshomoy.com/wp-content/uploads/2025/02/eea5b4a0-2f4d-4163-bd05-5484cac4a595.jpeg)
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমুম, রনি, দোলন, রাহিম, রিসাত, এরফান, প্রিতম, ফরহাদ, জাবেদ, আকসা, ত্বকি, সানি, আসাদ, বিথী, শিলা ও মারুফা। আসাদুজ্জামান আশিক সহকারি নির্দেশক ও প্রণয় সরকার মিউজিক ডিজাইনার ছিলেন। এছাড়া বর্ষা বিশ্বাস কস্টিউম ডিজাইনার, আশিক আলোক নির্দেশনা ও রাকিব সেট নির্মাণের দায়িত্বে ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় জেলা পর্যায়ের নাট্যকর্মী যারা কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই এ আয়োজনের অংশীজন বলে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো: ফয়েজ উল্যাহ।