ইমরান ইমন :
জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘শ্রাবণের শোকগাঁথা’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকাল ৪টাায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী সৈয়দ আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম জাকারিয়া। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিল্পকলা একাডেমি সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনজুর মুহাম্মদ, কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, বলপয়েন্টের প্রধান সমন্বয়ক কবি ইকবাল আলম, সমরজিৎ দাস টুটুল, এডভোকেট রাশেদ মাজহার, উত্তম দেবনাথ, মজুমদার শাহীন, শাবিহ মাহমুদ, পৃথ্বিরাজ চৌধুরী ও ইসমাইল হোসেন মিলন প্রমুখ স্বরচিত কবিতাপাঠ করেন।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান তার বক্তব্যের একপর্যায়ে বলেন, আজকের এই অনুষ্ঠানটি যদি পূর্বের জহির রায়হান মিলনায়তনে হতো তাহলে জনসমাগম অনেক বেশি হতো। কারণ মানুষ এদিকে আসতে চায় না। আমরা জহির রায়হান হল পুনরায় স্থাপনে চেষ্টা করে যাচ্ছি। জহির রায়হান হল পুনরায় চালু হলে সেখানে কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীদের পদচারণায় আবার সেটি মুখরিত হয়ে উঠবে। আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি, খুব শিগগিরই আপনাদের জহির রায়হান হলে পুনরায় নিয়ে যেতে পারব।
শেষে শোক দিবসে প্রথম আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে সনদ বিতরণ করা হয়।