দৈনিক ফেনীর সময়

ফেনী শিশু নিকেতনে ফুলকুঁড়ি আসরের পুরস্কার অনুষ্ঠান

ফেনী শিশু নিকেতনে ফুলকুঁড়ি আসরের পুরস্কার অনুষ্ঠান

সময় ডেক্স :

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার অন্তর্ভুক্ত গোলাপ কুঁড়ি আসরের উদ্যোগে গত বুধবার মাইন্ড ম্যারাথন এবং জাতীয় দেয়ালিকা উৎসবে অংশগ্রহনকারী প্রতিযোগিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়।

গোলাপকুঁড়ি আসরের পরিচালক শাহজাদা আহমদ হোসেনের ব্যবস্থাপনায় ও সহকারী পরিচালক ফারহান ইবনে হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোলাপ কুঁড়ি আসরের উপদেষ্টা পরিষদ সহ-সভাপতি, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট ফোরাম ফেনী শাখার সভাপতি আবু সুফিয়ান নোমান।

প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার অফিস সম্পাদক ও শিশু দক্ষতা উন্নয়ন পরিচালক খালেদ সাইফুল্লাহ মাসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সূর্যমুখী আসরের পরিচালক ইফাজ উদ্দিন, হাসনাহেনা আসরের পরিচালক সামিউল তিশাত ও প্রস্তাবিত আসরের পরিচালক তোহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!