দৈনিক ফেনীর সময়

ফেনী সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক

ছবি: ফেনীর সময় ডেস্ক

অনলাইন ডেস্ক:

ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ ডিসেম্বর) ভোরে তাকে উপজেলার নিজ কালিকাপুর থেকে আটক করা হয়। আটক ব্যক্তির পাসপোর্ট অনুযায়ী দেখা গেছে, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসে। পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২১৫৮/এমপির আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পূর্ব নিজ কালিকাপুর থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট আপিহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসামগ্রী জব্দ করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ফেনীর সময়কে বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবির সদস্যরা আটক করে। আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!