বিনোদন ডেক্স:
‘আমার স্বপ্ন পুড়ে যায়, আমার আকাশ পুড়ে যায়
কেমন করে সইবো এ শোক, কেমনে ভোলা যায়…’
সম্প্রতি ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও দীর্ঘস্থায়ী অগ্নিকান্ড বঙ্গবাজার ট্রাজেডি। এই ট্রাডেজি নিয়ে ফেনীর সুমন ইসলামের লেখা একটি বেদনাবিধুর সংগীত রিলিজ হয়েছে। এই গানটিতে বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একজন উদীয়মান ব্যবসায়ীর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আঠারো লাইনের এই গানে কণ্ঠ দিয়েছেন আরেক উদীয়মান কণ্ঠশিল্পী সুমন ইকবাল। পাশাপাশি গানটিতে সুরারোপও করেছেন তিনি। গানটি রেকর্ড হয়েছে কুমিল্লার ইচ্ছে টিউন স্টুডিওতে। আশা করা যায়, গানটির মাধ্যমে সাধারণ মানুষ একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মর্ম বেদনা উপলব্ধি করতে পারবেন।
সুমন ইসলাম ইতোমধ্যে ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ লিখে সাহিত্যাঙ্গনে অনেকটা পরিচিত হয়ে উঠেছেন। গানে এই প্রথম আনুষ্ঠানিক হাতেখড়ি। ইতোমধ্যে রিলিজ হয়েছে ‘গুনার পাহাড়’ নামে আরেকটা ইসলামী নাশিদ। যেই গানে পরকালমুখী সচেতনতা তুলে ধরা হয়েছে। ‘গুনার পাহাড়’ গানটিতেও সুর ও কণ্ঠ দিয়েছেন সুমন ইকবাল। মুক্তির অপেক্ষায় আছে আরো দুই গান- ‘বাজারের দরদাম বাড়ে টিক টিক’ এবং ‘তুমিও একদিন হারিয়ে যাবে’। উক্ত গান দুটোতেও সুর ও কণ্ঠ দিয়েছেন সুরকার ও শিল্পী সুমন ইকবাল। গানগুলো একে একে রিলিজ হচ্ছে ইউটিউব চ্যানেল SUMON IQBAL নামে এই চ্যানেলটিতে।