সদর প্রতিনিধি :
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেছেন, “সন্ত্রাস-লুটপাট করার খেয়াল থাকলে আওয়ামীলীগের সাথে যোগাযোগ করুন। বিএনপিতে থেকে এটা প্রশ্রয় দেয়া হবেনা। বিএনপি জনগনের দল, সাধারণ মানুষের দল। রিক্সাওয়ালা, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা বিএনপিকে টিকিয়ে রেখেছে। কোন কোন এলাকায় দলের সাব-স্টেশন, অফিস-আদালত, আঞ্চলিক কার্যালয় খুলে বসেছেন। খবরদার, দলকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবেন না। এটা জনতার দল। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয় এমন আচরণ করা যাবেনা। ভূয়া চেয়ারম্যান, ভূয়া মেম্বার, ভূয়া এমপি বিএনপিতে নেই। বিএনপিতে জনপ্রতিনিধি হতে জনপ্রিয়তা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে।”
শনিবার বিকালে লেমুয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, লেমুয়া ইউনিয়ন সভাপতি এম. শাহআলম মিয়াজী, সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী মনসুর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোকছেদুল আলম টিপু, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ নেতাকমী উপস্থিত ছিলেন।
শেখ ফরিদ বাহার আরো বলেন, “গত ৫ আগস্ট ভারতের মাল ভারতে চলে গেছে। ওখান থেকে বসে দেশে আসার স্বপ্ন দেখছে। প্রতি সন্ধ্যায় বিলোনীয়ায় উঁকিঝুঁকি দিচ্ছে। সূর্য ডুবে আবার উদিত হয়। কোন পতিত স্বৈরাচারের উত্থান হয়েছে বিশ্বে এমন নজির নেই। পতনের পর স্বৈরাচার মসনদে এসেছে এটার প্রমাণ নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা জাতিকে উদ্ধার করেছে। এই জয় ধরে রাখতে হবে। আনন্দে আত্মহারা হওয়া যাবেনা।”