নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের ট্রাংক রোডে মঙ্গলবার বিকালে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে কড়া পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্ত¡র, প্রেস ক্লাব ভবন, তাকিয়া রোড ও মডেল হাই স্কুল সংলগ্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। একইসঙ্গে সাদা পোষাকধারী পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পুলিশ সদস্য সতর্কতার সাথে মাঠে রয়েছে।
পুলিশ সুপার জাকির হাসান জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বিকালে ফেনী শহরের ট্রাংক রোডে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। একইসময়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচী দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামীলীগ।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচী রয়েছে। বিএনপির কর্মসূচীতে কোন বাধা দেয়া হবে না। তারা কর্মসূচীর নামে সাধারণ মানুষের যেন ক্ষতি করতে না পারে সেজন্য আওয়ামীলীগ নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, আওয়ামীলীগ পাল্টা কর্মসূচী দিলেও পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির পদযাত্রা কর্মসূচী হবে। বিকাল ৪টায় শহরের উকিলপাড়ার স্মৃতি কমিউনিটি সেন্টারের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত পদযাত্রা কর্মসূচী রয়েছে।