দাগনভূঞা প্রতিনিধি :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলার বেকের বাজারে সানরাইজ ইনস্টিটিউট এর বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিজয় র্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান।
এসময় ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও প্রধান শিক্ষক আবিদ উল্যাহ মজুমদার, বেকের বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল কাইয়ূম রাহাত, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখার, সাবেকক ইউপি মেম্বার হারেছ আহমদ পেয়ার, বেকেরবাজার কমিটির সদস্য সামছুল হক পটু, ইনস্টিটিউটের সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল হক, জাকের হোসেন ও আবুল মানছুর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালিতে বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন।