শহর প্রতিনিধি :
বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বুধবার বিকালে পৌরসভার কনফারেন্ রুমে এক সভায় এ নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে দেশের সংকট উত্তরণে পৌরবাসীরকেও মিতব্যায়ী হওয়ার আহবান জানান মেয়র।
সভায় স্বপন মিয়াজী বলেন, কোন নাগরিক পৌরসভায় সেবা নিতে এসে যেন হয়রানীর শিকার না হন সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বিদ্যুত ও জ্বালানী ব্যবহারে সচেতন হতে হবে। এসির ব্যবহারও সীমিত রাখতে হবে। নাগরিকদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত রাখতে আরো সচেষ্ট হতে হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নানা সমস্যার কথা শুনে সমাধানে আশ্বস্ত করেন।
এসময় পৌরসভার সচিব সৈয়দ আবু জর গিফরী, নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেপি সাহা প্রমুখ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।