নিজস্ব প্রতিনিধি :
দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেছেন, ‘বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তানরা দেশের গণমাধ্যমে গৌরবোজ্জল ভূমিকা রেখেছেন। তারা এ দেশের গণমাধ্যমকে সমৃদ্ধ করেছেন। তারা গণমাধ্যমের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানেও দেশের বিভিন্ন পর্যায়ে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তানরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এ জনপদের উন্নয়ন-অগ্রগতিতে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।’
গতকাল শনিবার সকাল ১১টায় রাজধানীর শান্তিনগরে একটি হোটেলে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অপরাপর বক্তাগণ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করেন। এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক বাঙলার জাগরণের সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন সভা পরিচালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন দৈনিক ইকোনমিক এক্সপ্রেস সম্পাদক আমির হোসেন জনি, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মো: মামুনুর রশিদ, জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি গোলাম কিবরিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা বার্তা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, মাসিক চিন্তা ভাবনা সম্পাদক ডক্টর আ ই ম নেছার উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র সম্পাদক এসএম মোরশেদ, স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, দৈনিক প্রথম ডাক সম্পাদক এ কে এম গোলাম সরওয়ার, কলকন্ঠ সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, বীর মুক্তিযোদ্ধা দৈনিক ফ্রাইডে নিউজ সম্পাদক এম এ রাজ্জাক, বৈশাখী বাণী সম্পাদক গোলাম ছারওয়ার রিপন, পাক্ষিক পরশুরাম সম্পাদক মাহবুবুল হক, রায়পুর দর্পণ এর সম্পাদক মো: ইসমাইল হোসেন শামীম, সাপ্তাহিক নব জাগরণ সম্পাদক আবু তাহের পাটোয়ারী, সাপ্তাহিক নতুন অর্থনীতি সম্পাদক মো: নাসির উদ্দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয় সম্পাদক সামসুদ্দোহা সোহাগ, দৈনিক বঙ্গ সংবাদ সম্পাদক ডা. মির্জা মহিবুল হাসান, দৈনিক আজকের পদ্মা’র সম্পাদক মোর্শেদ মজুমদার কাজল, মাসিক গিরিপথ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান প্রমূখ।
সভায় সংগঠনকে ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সম্পাদকগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সম্পাদকগণ নোয়াখালীকে বিভাগ ঘোষণার পাশাপাশি তিন জেলায় বিমানবন্দর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সিদ্ধান্ত গ্রহন হয়। বক্তারা সংবাদপত্র শিল্প রক্ষা ও বৃহত্তর নোয়াখালী সম্পাক পরিষদের সদস্যসহ গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহবান জানান।