fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও সংগঠকদের মারধরের মামলায় ফেনীর আলোচিত ছাত্রদল নেতা জিল্লুরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে হাসপাতাল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সহ-সমন্বয়ক সালমান হোসেন ও সংগঠক নাদিয়া আক্তারকে মারধরের ঘটনার পর থানায় মামলা হয়েছে। এরপর তাকে গ্রেফতারে রাতভর পুলিশ অভিযান চালায়। সকালে ঢাকার উত্তরা এলাকা থেকে জিল্লুরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জিল্লুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত: গত ২৮ এপ্রিল দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। পরদিন মঙ্গলবার ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন হয়েছে। এর প্রেক্ষিতে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক পদ স্থগিত করা হয়।

এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লিনিক মালিকের নিকট ১০লাখ টাকা চাঁদা দাবী ও অপর এক যুবক থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠে। তার হুমকির মুখে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপনে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!