দৈনিক ফেনীর সময়

ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াতে রাজপথে ফেনীবাসী

ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াতে রাজপথে ফেনীবাসী

নিজস্ব প্রতিনিধি :

ফেনী দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তথা ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াতে রাজপথে নামছে ফেনীবাসী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলামের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি।

সর্বদলীয় কমিটির আহবায়ক ও পিপি মেজবাহ উদ্দিন খানের নেতৃত্বে স্মারকলিপি দেয়ার সময় কমিটির সদস্য সচিব ভাসানী স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক এপিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ছাড়াও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, ন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঞা, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, বাসদ নেতা কায়কোবাদ সাগর, জাসদ সভাপতি অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহআলম বাদল, গেরিলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি এসএম সালাহউদ্দিন মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ ও ওমর ফারুক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “ভারত নিজেদের স্বার্থে একাত্তরে আমাদের সহযোগিতা করেছিল। তারা গত ৫৩ বছর আমাদের থেকে সব লুটেপুটে নিয়েছে। বিগত সরকারের মাধ্যমে আমাদের নদীর পানি থেকে শুরু করে সব দখল করে নিয়েছে। তারা এখন আমাদের হুমকি দেয়। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে পাশ্ববর্তী কোন দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। বাংলাদেশের মানুষ আগে থেকে সচেতন। এটা মনে করবেন না, আপনারা কিছু করবেন আর বাংলাদেশের মানুষ বসে থাকবে। ফেনী দখল হবে তো, সেভেন সিস্টার থাকবে না। বাংলাদেশ দখল হবে তো, ভারত থাকবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। বাংলাদেশের মানুষ দেশকে আরেকটা সিকিম হতে দিবে না।:

কর্মসূচীতে সংগ্রাম প্রতিনিধি একেএম আব্দুর রহীম, জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ১৭নং ওয়ার্ড আমীর রুহুল আমিন, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, খেলাফত মজলিস নেতা মাওলানা আজিজ উল্লাহ, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, সংগঠক নজরুল ইসলাম সবুজ, রাজিব সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর ‘দিল্লী না ফেনী, ফেনী ফেনী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগন’ সহ বিভিন্ন শ্লোগানে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!