দৈনিক ফেনীর সময়

মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

নিজস্ব প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও কবর জিয়ারত করেছেন দলীয় নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত বর্ষিয়ান এ রাজনীতিবিদের কবর জিয়ারতে অংশ নেন জেলা জামায়াতের আমীর একেএম শামছুদ্দিন ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নান। এসময় অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক মানিক, ছাত্রশিবির সভাপতি নাজিম উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ শহীদুল্লাহ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের জেলা সেক্রেটারী আবদুল হান্নান জানান, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া করা হয়।

২০২১ সালের ১৩ এপ্রিল দুপুরে মকবুল আহমাদ রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মকবুল আহমাদ ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ, ১৯৮৬ ও ১৯৯১ সালে ফেনী-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও শরিষাদী হাই স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জনক।

মকবুল আহমাদ জামায়াতের তৃতীয় নির্বাচিত আমির। এর আগে গোলাম আযম ও মতিউর রহমান নিজামী দলটির নির্বাচিত আমির ছিলেন। এর বাইরে বিভিন্ন সময় প্রয়াত আব্বাস আলী খান, মাওলানা আবদুর রহিম দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে পালন করেন। তৃতীয় ভারপ্রাপ্ত আমির হিসেবেও মকবুল আহমাদ দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন। জামায়াতের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে মকবুল আহমাদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত আমির ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমিরের দায়িত্বে ছিলেন। পরে ২০১৯ সালে তার ¯’লে নতুন আমির হন ডা: শফিকুর রহমান।

১৯৬২ সালে ছাত্রজীবন শেষ করে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ফেনী শহর আমিরের দায়িত্ব পালন করেন এবং ১৯৬৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত মহকুমা আমিরের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের শেষ দিকে তিনি বৃহত্তর নোয়াখালী জেলা আমিরের দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!