দৈনিক ফেনীর সময়

মমারিজপুরে চিরনিদ্রায় সম্পাদকের মা

মমারিজপুরে চিরনিদ্রায় সম্পাদকের মা

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের মমতাময়ী মা বিবি খাদিজা। শুক্রবার বাদ আছর আনু মিয়াজী বাড়ীর পারিবারিক কবরস্থানে স্বামী আহমদ উল্যাহর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বাড়ির সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমার আত্মীয় ঢাকাস্থ ফেনী সমিতির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদের পরিচালনায় একমাত্র ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিবি খাদিজা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থা অবনতি হলে ইবনেসিনায় ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর ইবনেসিনায় লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান পুলিশের ডিআইজি রেজাউল হক পিপিএম, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ইবনে সিনা হাসপাতালে ইডি ফয়েজ উল্যাহ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!