fenirshomoy logo black

আজহারুল হক :

দাগনভূঞার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের লোগো উন্মোচন ও রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল শুক্রবার বিকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাবিয়া-নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠক কানাডা প্রবাসী এস এম হুমায়ুন কবির পাটওয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্যাহ বিএসসি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম আতিকুল ইসলাম ও মহিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সৌদি প্রবাসী আনোয়ার হোসেন রতন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল হক নকু, দৈনিক ফেনীর সময় সম্পাদক নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক সংগ্রাম দাগনভূঞা সংবাদদাতা সাংবাদিক এম এ তাহের পন্ডিত, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এসময় সাবেক ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বিজয়, আবদুল কাইয়ুম দুলাল, শেখ ফরিদ, আজহারুল হক।

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আগামী ১০ জুন বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজন সফল করার জন্য সাবেক ও বর্তমান ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বর্ণিল এ আয়োজনের বিশেষ আকর্ষণ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি সকল শিক্ষার্থীদের দ্রুত সময়ের মাঝে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেকও বর্তমান শতাধিক শিক্ষার্থী, দুই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!