`দাগনভূঞা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী বেকের বাজার সানরাইজ ইনস্টিটিউটে দিনব্যাপী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফেনী শহরের ইসলাম ডেন্টাল কেয়ারের চীফ কনসালটেন্ট ডা: আমিনুল ইসলাম ভূঁইয়া রাসেল এর নেতৃত্বে একটি টিম ক্যাম্প পরিচালনা করেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় প্রধান শিক্ষক আবিদ উল্যাহ মজুমদার সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রায় দুইশত নারী-পুরুষ বিনামূল্যে ক্যাম্প থেকে চিকিৎসা নেয়। ইসলাম ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উপহার প্রদান করা হয়। এছাড়া ডা: আমিনুল ইসলাম ভূঁইয়া রাসেল দাঁতের যত্ন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা করেন।