নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতা গণহত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে শর্শদী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সম্রাট। রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনা দীর্ঘ চার ঘন্টা ধরে তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।
আদালত সূত্র জানায়, সম্রাট সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়ে অপরাপর জড়িতদের নাম প্রকাশ করে। কার নির্দেশে কারা অস্ত্রের যোগান দিয়েছে কারা নেতৃত্ব দিয়েছে তাদের তথ্যও আদালতকে জানায়। এর আগে তাকে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ হত্যা মামলায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জবানবন্দি গ্রহণের পর সম্রাটকে কারাগারে পাঠানো হয়েছে।