নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের মহিপালে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের বর্বরোচিত গুলিবর্ষণে কলেজ ছাত্র ইশতিয়াক আহমেদ শ্রাবণ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান এ আদেশ দেন। আজাদ সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আদালত সূত্র জানায়, অধিকতর তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন আদালতে আজাদকে জিজ্ঞাসাবদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাকে গত বৃৃহস্পতিবার রাতে স্থানীয় এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করে।