দৈনিক ফেনীর সময়

মাবতার কল্যাণে ‘সাখাওয়াত হোসেন’ ফাউন্ডেশন

নোয়াখালী প্রতিনিধি :

আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যেকে সুখী করা। কথায় আছে, পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি, বরং গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্ত-মানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের এক তরুন ব্যবসায়ী এম সাখাওয়াত হোসেন খোকন। সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের ভূমিকা অপরিসীম। মহান সেই উদ্দেশ্য নিয়ে ১ জানুয়ারি ২০২২ সালে নিজের নামে গড়ে তুলেছেন ‘এম সাখাওয়াত হোসেন’ ফাউন্ডেশন। তার নিজ এলাকার পাশাপাশি, সেনবাগ ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায় ও সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনটি। শিশু কল্যাণ, যুব কল্যাণ, শারীরিক ও মানসিক অসমর্থ্য ব্যক্তিদের কল্যাণ, পূর্ণবাসন, দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের সেবাসহ বিভিন্নভাবে মানবকল্যাণে নিয়োজিত এই সামাজিক সংগঠনটি।

মানবতার কল্যানে আমরা এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সমাজকে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষর, ভিক্ষুকমুক্ত ও বৈষম্যহীন করে সর্বোপরি একটি আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে তার ফাউন্ডেশনটি। এছাড়া কর্মহীন ও দরিদ্রদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাল্যবিয়ে রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী সমাজকে আত্মনির্ভরশীল, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং গৃহহীনদের গৃহনির্মাণসহ সব ধরনের সেবামূলক কর্মকাণ্ডের জন্যই যেন জন্ম সংগঠনটির।

এ বছরের বন্যায় এ সংগঠনের পক্ষ থেকে নেয়া হয় অনেক মহতি উদ্যোগ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা ও শুকনো খাবার পরিবেশন, বন্যার্তদের ত্রানসামগ্রী বিতরণ ও পূণর্বাসনে ভূমিকা রেখেছে সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন।

এই সংগঠনটি পরিচালনা করেন তার ছোট ভাই তরুন ব্যবসায়ী আতিক হোসেন রাজুসহ শতাদিক স্বেচ্ছাসেবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!