নিজস্ব প্রতিনিধি :
কবি ও ফ্রিল্যান্স সাংবাদিক মাহবুব আলতমাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এদিনে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ফেনী পোয়েট সোসাইটির সাবেক এই সভাপতি জেলায় সাহিত্যচর্চায় বিশেষ ভূমিকা রেখেছেন। কবিতা, গল্প ও প্রবন্ধ মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশের অধিক।
মাহবুব আলতমাস আমৃত্যু দৈনিক ফেনীর সময় ফিচার এডিটর ছিলেন। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন ফেনী শাখার সভাপতি ছিলেন। জীবদ্দশায় ফেনী সাহিত্য সংসদের উপদেষ্টা, সাপ্তাহিক ফেনী বার্তার উপদেষ্টা সম্পাদক, সাপ্তাহিক আলোকিত ফেনীর সহযোগী সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। কবি মাহবুব আলতমাস ১৯৬১ সালে মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্টিক, ফেনী সরকারি কলেজ থেকে আইএসসি ও চট্টগ্রাম সরকারী কলেজ থেকে বিএসসি পাশ করেন। স্বাধীনতার পূর্বে প্রথম কর্মজীবনে তিনি মঙ্গলকান্দি হাই স্কুলে শিক্ষকতা ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জুট ট্রেডিং কর্পোরেশনে চাকুরী করে অবসর গ্রহণ করেন।