মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে নিখোঁজের ১৪ দিন পর আব্দুর রাজ্জাক (৪২) নামে এক ডেইরী শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার হরিঙ্গা টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক রংপুর জেলার রংপুর থানার চন্দনপুর ইউনিয়নের যাদবপুর এলাকার আনসার আলীর পুত্র। সে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগরে অবস্থিত নাহার ডেইরী লি: এর ঘাস কাটার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলো।
থানা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই আব্দুর রাজ্জাক ফজরের নামাজের পর কাউকে না জানিয়ে কোথায় চলে যায়। এই মর্মে গত ১৩ জুলাই থানায় সাধারণ ডায়েরি করে আব্দুর রাজ্জাকের ভগ্নিপতি। (যার ডায়েরি নং-৬২০)।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাাপ্ত অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, নিখোঁজের প্রায় ১৪ দিন পর আব্দুর রাজ্জাকের লাশ অর্ধগলিত অবস্থায় তার কর্মস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তার লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত রাজ্জাক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।