নিজস্ব প্রতিনিধি :
ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে বুধবার ভোরে ভারতীয় চোরাই শাড়ী সহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। তাদের বহনকারী পিকআপ ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে র্যাবের একটি দল ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপ (রেজি: নং- ফেনী- ন-১১-১২৪৪) ও প্রাইভেটকার (রেজি: নং-ঢাকা মেট্টো-গ-৩২-১৬৪১) কে সন্দেহভাজন তল্লাশী করে চার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। পিকআপ থেকে ১০টি বস্তা ও প্রাইভেটকার থেকে ২টি বস্তা থেকে ভারতীয় চোরাই শাড়ী ৮৬৫ পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ছাগলনাইয়া থানার উত্তর মটুয়া এলাকার মো: আবু সাঈদের ছেলে মো: আলী নেওয়াজ মজুমদার (২১), মধ্য মটুয়া এলাকার আবুল কাশেমের ছেলে আরমান হোসেন (২৮), খাগড়াছড়ি জেলার গুইমারা থানার বড় পিলাক গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো: রুবেল মিয়া (২৩), লক্ষ্মীপুর জেলার হোসেনপুর এলাকার হারুনুর রশিদের ছেলে আরিফ হোসেন (২০)। উদ্ধারকৃত চোরাই ভারতীয় শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ২১ লাখ ৬২ হাজার ৫শ টাকা।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।