দৈনিক ফেনীর সময়

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে ধীরগতি

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে ধীরগতি

নিজস্ব প্রতিনিধি :

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় মুহুরী, কহুয়া ও সিলোনীয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত কাজ ধীরগতিতে চলছে। মেরামতকাজ শুরু হলেও এখনো তেমন কোনো অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের দাবী, জোড়াতালির মেরামত না করে দীর্ঘদিন ধরে টেকসই বাঁধ নির্মাণের দাবী জানালেও সেটি উপেক্ষিত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১.৩৯০ কিলোমিটার বিশিষ্ট বল্লামুখা বাঁধের দুটি স্থান ১৯০ মিটার, ৭০ মিটার মেরামত কাজ শুরুই হয়নি। স্মরণকালের ভয়াবহ বন্যার পর ভারত সীমান্ত ঘেঁষা পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের এ বাঁধটি আলোচনায় আসে। ইতিমধ্যে পাউবো অধিদপ্তর থেকে বরাদ্দের অনুমতি পাওয়ার পর দরপত্র আহবান করা হয়েছে। বাঁধটির ভাঙন মেরামতে ১.১৩০ মিটারের জন্য ১৩ কোটি টাকা ও ৬ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

সূত্র আরো জানায়, পরশুরাম উপজেলায় ৪৮টি বাঁধের মধ্যে ৪২টি সংস্কার করা হয়েছে। এক্ষেত্রে খরচ হয়েছে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা। অলকা, তুলাতুলির চরের জন্য ৪ কোটি ২৫ লাখ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এখানেও দরপত্র কার্যক্রম প্রক্রিয়াধীন। ফুলগাজী উপজেলায় ৪৮টি স্থানে ভাঙন মেরামতে খচর হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা।

পানি উন্নয়ন বোর্ডের অপর একটি সূত্র জানায়, ফেনী জেলায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ১২২ কিলোমিটার বাঁধ রয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধের মধ্যে মেরামত হয়েছে ৬০ কিলোমিটার। ইতিমধ্যে সাড়ে ৯শ কোটি টাকা ব্যয়ে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ রয়েছে। ওই প্রকল্পটি এখন সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ কাজে দায়িত্ব পালন করছে আইডব্লিউএম, সিজিআইএস ও আরআরআই। ডিসেম্বরের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন জমা দেয়া হবে বলে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের উপস্থিতিতে ফেনী জেলা প্রশাসনের এক সভায় এ তথ্য জানানো হয়।

ফেনীস্থ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার ফেনীর সময় কে জানান, বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনের ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ করা হলে ফেনীবাসীর কষ্ট লাঘব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!