সদর প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলীতে র্যাবের অভিযানে ফেনসিডিল সহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। তাদের কাছ থেকে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের র্যাব-৭ এর একটি দল মোহাম্মদ আলী বাজার এলাকায় অবস্থান নেয়। কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করা হয়। এসময় মো: আকবর হোসেন (২৬), শামসুল ইসলাম সুজন (২৭) ও দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। তাদের দেখানোমতে গাড়ীর পেছন থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার আকবর কুমিল্লার দাউদকান্দি থানার টামটা সরকার বাড়ীর আমির হোসেনের ছেলে, সুজন ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার আখাউড়া কাজী বাড়ীর মৃত শফিকের ছেলে, দেলোয়ার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী সাহেবনগর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
চট্টগ্রামস্থ র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো: নুরুল আবছার জানান, গ্রেফতার আসামীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে খুচরা-পাইকারী বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।