সদর প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় শনিবার ভোরে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী বাজারের শাহআলম রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের সামনে মাদকসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করেছে। র্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৯) ও মৃত আবুল খায়েরের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) কে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে দুইটি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।