দৈনিক ফেনীর সময়

মোহাম্মদ আলীর আ’লীগ নেতা শাহজাহানকে শোক-শ্রদ্ধায় চিরবিদায়

মোহাম্মদ আলীর আ’লীগ নেতা শাহজাহানকে শোক-শ্রদ্ধায় চিরবিদায়

সদর প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মোহাম্মদ আলী বাজারে পিকআপ ধাক্কায় নিহত আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ শাহজাহানকে শোক-শ্রদ্ধায় চিরবিদায় জানানো হয়েছে। তিনি সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক। বুধবার বাদ আসর মোহাম্মদ আলী ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে অনুষ্ঠিত হয়। জানাযায় আত্মীয়Ñস্বজন, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।

জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, ফেনী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক হাবিবুর রহমান, শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানেআলম ভূঞা, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সাহাব উদ্দিন সিকদার, শর্শদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক সফিকুর রহমান পাটোয়ারী প্রমুুখ।

জানাযা শেষে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে আবদুল্লাহ শাহজাহান (৫২) মহাসড়কের মোহাম্মদ আলী বাজার সংযোগস্থলে লেন পারাপারের সময় পিকআপ স্বজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে দ্রæত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আ’লীগের শোক :

আবদুল্লাহ শাহজাহানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত শোক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তার মৃত্যুতে সদর উপজেলা আওয়ামীলীগ গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতবাসী করুন, আমিন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!