দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: নাছির উদ্দিনের উদ্যোগে স্কুল ব্যাগসহ শিক্ষাসামগ্রী পেয়ে খুশি উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের ৫৩ শিক্ষার্থী।
’এসো বোন এসো ভাই চলো সবাই পড়তে যাই’ এই শ্লোগানকে ধারণ করে মঙ্গলবার বিকালে স্কুল অডিটোরিয়ামে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা সামছুল করিম পটু, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ পলাশ, সদস্য আশ্রাপ হোসেন রাহাত, উপজেলা যুবদল নেতা শাহাব উদ্দিন প্রমুখ।